আন্তর্জাতিকলিড নিউজ

চীনে ভূমিকম্প পর্যটকসহ ১৩ জনের মৃত্যু

এবিএনএ : মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টা নাগাদ সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিউঝাইজু প্রদেশ। প্রাথমিক ভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৬.৫ বলা হলেও, পরে জানানো হয় এটি ছিল সাত মাত্রার ভূমিকম্প। এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে অন্তত পাঁচজন পর্যটক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

এরই মধ্যে আহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আহতদের মধ্যে অন্তত ২১ জনের অবস্থা আশঙ্কাজনক। মার্কিন জিওলজিকাল সার্ভে জানাচ্ছে, চেঙ্গদু এলাকা থেকে ২৮৪ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। সংবাদ সংস্থা সূত্রে খবর, অন্তত এক লাখ ৩০ হাজার বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্থ। ভেঙে পড়া বাড়ির নিচে প্রচুর মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করছে প্রশাসন। উদ্ধারকাজে নেমেছে শতাধিক দমকলকর্মী এবং দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনাও। সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button