আমেরিকাএক্সক্লুসিভএবিএনএ স্পেশাল

আটলান্টিক সিটি মেয়রের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

এ বি এন এ : গত শুক্রবার দুপুরে আসন্ন ‘বাংলাদেশ মেলা’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান এর সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন।সভায় বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ২৩শে  অাগস্ট ,২০১৬, মঙ্গলবার  অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’র  বিভিন্ন  কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন এবং ‘বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সিটি মেয়রের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। মিঃ ডন গার্ডিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দের বক্তব্য  মনোযোগ সহকারে শোনেন এবং তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়র মহোদয়কে ‘বাংলাদেশ মেলা’র সম্মানিত অতিথির আসন অলংকৃত করার প্রস্তাব করলে তিনি সানন্দে সম্মতি জানান।
এই মতবিনিময় সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সুলতান, সাঈদ আলম মুকুল, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত আলী শিমুল, আবদুল জামিল, শহীদ খান, সৈয়দ মোঃ কাউছার, আহসান, হাবীব, আবদুর রব, বিপ্লব দাশ, বিপ্লব দেব, বোরহান উদদীন, সুব্রত চৌধুরিসহ প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button