এ বি এন এ : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে তাহমিদ হাসিব খানকে অব্যাহতির আদেশ দিয়েছে আদালত।
একই ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানোয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত রেজা করিমকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে হাসনাত গুলশান হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় কারাগারে রয়েছেন।
আজ বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. নূর নবী অব্যাহতির আদেশ দেন।
গত ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জিম্মি নিহত হওয়ার পর সকালে সেখান থেকে উদ্ধার ১৩ জনের মধ্যে ছিলেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত।
এ ঘটনায় উদ্ধারদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সবাইকে ছেড়ে দেয়ার কথা বললেও সে সময় তাহমিদ ও হাসনাত বাসায় ফেরেননি বলে তাদের পরিবার জানায়।
এরপর গত ৩ অগাস্ট এই দুজনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে হাসনাতকে গুলশান হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হলেও তাহমিদকে বাদ দেয়া হয়।
জঙ্গিদের সঙ্গে তাহমিদের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হলেও তাহমিদকে ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, গুলশান হামলার ঘটনায় তার কোনো সম্পৃক্ততার প্রমাণ তারা পায়নি।
৫৪ ধারার অভিযোগের মামলায় গত ২ অক্টোবর তার জামিনের আবেদন করা হলে ঢাকার মহানগর হাকিম লস্কর সোহেল রানা তা মঞ্জুর করেন। কয়েক ঘণ্টা পর কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।