বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই : কাদের

এবিএনএ : ভ্যাকসিনের জন্য উদ্বেগের কোনো কারণ নেই, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন মানবিক নেত্রী যখন পাশে আছে, তখন এই দুঃসময় একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।’ রোববার (২ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

ঢাকা- সিলেট ও সিলেট- তামাবিল মহাসড়ক প্রকল্পের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে অন্যতম অগ্রাধিকার প্রকল্প হচ্ছে এটি। তাই সড়কটি চারলেনে উন্নিত করার বিষয়ে অধিকতর গুরুত্ব দিতে হবে।’ মন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন এই প্রকল্পের কাজ ঝুলে থাকলেও সম্প্রতি গতি পেয়েছে। ইতিমধ্যেই নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগের লক্ষ্যে এডিবির সম্মতিও পাওয়া গেছে।’

Share this content:

Back to top button