আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ

গাজীপুরে সেন্টু হত্যা: চারজনের ফাঁসির আদেশ

এ বি এন এ : গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে মোকছেদ আলী সেন্টু (২৫) নামে এক যুবককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৪ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া  হয়।
রবিবার দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঁইয়া এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রুবেল (২৫), আশরাফ আলী (২১), সোলেমান ( ২২) ও বাবু (২৪)। তারা পলাতক রয়েছেন।
গত বছরের ২৭ জানুয়ারি বিকেল সোয়া ৫টার দিকে মোকছেদ আলী সেন্টুকে হত্যা করা হয়।

Share this content:

Back to top button