আন্তর্জাতিকআমেরিকালিড নিউজ
ইভাঙ্কা ট্রাম্পের পোশাক তৈরিতে শ্রমিক শোষণের অভিযোগ

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্টের মেয়ে এবং হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প ভারতের হায়দ্রাবাদে একটি আন্তর্জাতিক শিল্পোদ্যোগী সম্মেলনের উদ্বোধন করেছেন। কিন্তু সেখানে তাকে তাড়া করেছে এক অন্য ধরনের বিতর্ক। ইভাঙ্কা ট্রাম্প যেসব দামী পোশাক পরেন এবং যে ফ্যাশন সংস্থার পোশাক ব্যবহার করেন, সেইসব দামী পোশাকের অনেকটাই ভারতে তৈরি বলে ধারণা করা হয়।
কিন্তু সেইসব পোশাকের কারখানায় শ্রমিকদের অধিকার কতটা সুরক্ষিত তা নিয়ে ইভাঙ্কা ট্রাম্প ব্র্যান্ড বা হোয়াইট হাউস কোনো জবাব দিতে অস্বীকার করেছে। দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে, বিশ্বের প্রায় ২৫টি শ্রম অধিকার সংগঠন তাদের কাছে এই সফরের প্রাক্কালে চিঠি লিখেও কোনো জবাব পায়নি। অন্যদিকে ট্রেড ইউনিয়নগুলোর অভিযোগ ভারতে পোশাক শ্রমিকদের শোষণ চলছে বিরামহীনভাবে।

সমালোচকরা প্রশ্ন তুলছেন, ইভাঙ্কা নিজে যেসব ফ্যাশন সামগ্রী ব্যবহার করেন, সেগুলো তৈরি করে যেসব কোম্পানি সেখানে নারী শ্রমিকদের অধিকার কতটুকু? লন্ডনভিত্তিক এথিক্যাল ট্রেড ইনিশিয়েটিভ বা ইটিআই ভারতে পোশাক শ্রমিকদের নিয়ে বহুদিন ধরে কাজ করছে, তাদের মতে সেই পরিবেশ কিছুতেই ইভাঙ্কা ট্রাম্পকে স্বস্তি দেবে না।

ইটিআইয়ের গবেষক মার্টিন বাটল বলেন, সবাইকে একধাঁচে ফেলা না গেলেও সার্বিকভাবে ভারতের পোশাক খাতে কাজের পরিবেশ খুব খারাপ, বিরাট একটা অসংগঠিত খাত, দালালদের রমরমা খুব, মালিকের সঙ্গে চুক্তি, সামাজিক বীমা কিংবা পেনশনের কোনো বালাই নেই। তামিলনাড়ুতে গত বছর গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম বেতন বেড়েছে, তাও ১২ বছর পর। গ্রামের গরিব মেয়েরা এই পেশায় আসে, ম্যানেজমেন্ট তাদের হোস্টেলে রেখে কার্যত বন্ডেড লেবারারদের মতো আচরণ করে। ব্যাঙ্গালোরে গত বছর একটি সমীক্ষায় দেখা গেছে, প্রতি সাতজনের মধ্যে একজন নারী শ্রমিক যৌন নির্যাতনেরও শিকার।
Share this content: