জাতীয়বাংলাদেশলিড নিউজ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই

এ বি এন এ : সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। (ইন্না লিল্লাহি..রাজিউন)।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
এর আগে শামসুল হকের অবস্থার অবনতি হলে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল।
তার স্বজনরা জানিয়েছেন, তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শরীরের হাড় ও যকৃতসহ বিভিন্ন স্থানে ক্যানসার ছড়িয়ে পড়ে।এ
এদিকে, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, সৈয়দ হককে কুড়িগ্রাম কলেজের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়ে থাকে। সৈয়দ শামসুল হক ২৯ বছর বয়সে বাংলা একাডেমী পুরস্কার পান। আর ১৯৮৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করেছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button