অর্থ বাণিজ্যলিড নিউজ

ব্যাংকিং খাতের সঙ্কট নিয়ে জরুরি বৈঠক চলছে

এবিএনএ : সুদের হার কমানোসহ ব্যাংক উদ্যোক্তাদের বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে জরুরি সভায় বসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ রবিবার দুপুরে এ সভা শুরু হয়।
এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এ সভা থেকে ব্যাংক খাতে সুদ হার কমানো ও তারল্য সংকট নিরসনের বিষয়ে সমাধান আসতে পারে বলে জানা গেছে।
বেসরকারি খাতের ব্যাংকগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সরকারের আর্থিক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গতকাল শনিবার অর্থমন্ত্রী সভা করেন। সেখানে ব্যাংক উদ্যোক্তাদের চাপে ব্যাংকের অর্থসংকট মেটাতে সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যাবে বলে সিদ্ধান্ত হয়। বিদ্যমান নিয়মে সরকারি তহবিলের ২৫ শতাংশ পর্যন্ত অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যায়।

Share this content:

Related Articles

Back to top button