এ বি এন এ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে।
শনিবার বেলা ২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আদেশ পৌঁছায়।
এদিকে মীর কাসেমের সঙ্গে শেষবারের মতো দেখা করতে বিকাল সাড়ে ৩টার দিকে ছয়টি মাইক্রোবাসে করে তার পরিবারের ৪৫ সদস্য কারা ফটকে পৌঁছেন। এর পাঁচ মিনিট পর কারা কর্তৃপক্ষ সবাইকে কারাগারে প্রবেশের অনুমতি দেয়।
স্বজনদের সঙ্গে মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুনও আছেন।
সূত্র জানায়, কারা কর্তৃপক্ষ মীর কাসেম আলীর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে জন্য ডেকে পাঠিয়েছেন। সাধারণত ফাঁসি কার্যকরের আগে কারা কর্তৃপক্ষ এমনটি করে থাকেন।
কারা কর্তৃপক্ষের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে, আজ রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হতে পারে।