এবিএনএ : আওয়ামী লীগের ২০তম কাউন্সিলকে সামনে রেখে দলের নেতাকর্মীদের নতুন নেতৃত্ব নির্বাচনের তাগিদ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহ্যবাহী দলটির ভবিষ্যৎ নেতৃত্বদানের জন্য যারা যোগ্য তাদেরকে নির্বাচনের পরামর্শ দেন তিনি।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় চার বছর পর কাউন্সিলকে সামনে রেখে দলটির এই জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল। এই কাউন্সিলে দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনাই থাকছেন এটা নিশ্চিত। এছাড়া সাধারণ সম্পাদক পদেও নতুন কোনো মুখ আসছে না এটাও প্রায় নিশ্চিত।
সম্প্রতি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি পারলে অবসর নিতে চান। তবে দলটির নেতাকর্মীরা মনে করেন বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প এখনো দলে গড়ে ওঠেনি। যতদিন বেঁচে থাকবেন তাকেই নেতৃত্বে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৈঠকের সূচনা বক্তব্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেত্রীর সাক্ষাতের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতন্ত্র নেই বলে এখন যারা বিদেশিদের কাছে নালিশ করছে তারা ক্ষমতায় ছিল অবৈধভাবে। তাদের মুখে গণতন্ত্রের কথা দুর্ভাগ্যজনক।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে তাদের বিচার করা হবে। আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মারে তাদেরও বিচার করা হবে।’
চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও মনে করেন তিনি।