এ বি এন এ : বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহ বলেছেন, মুস্তাফিজুর রহমান যদি ফিট থাকেন তবে ইংল্যান্ডের কাউন্টিতে অবশ্যই খেলতে যাওয়া উচিত। এ প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা বাংলাদেশের চারজন পেসারকেও নিতে চায় তাহলে চারজনকেই পাঠিয়ে দেয়ার পক্ষে সায় দেবো। মুস্তাফিজুর রহমানকে যেহেতু কাউন্টির সাসেক্স দল নিয়েছে, আমি চাই সে সেখানে খেলুক।
প্রায় দুইমাস ছুটি কাটানোর পর গত রাতে ঢাকায় ফেরেন হাথুরু। পরে আজ বৃহস্পতিবার দুুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, কাউন্টিতে খেলার কথা বলার কারণ সামেনে আমাদের চ্যাম্পিয়ান ট্রফি আছে। এর স্বাগতিক দল হচ্ছে ইংল্যান্ড। সেখানকার উইকেট হচ্ছে বাউঞ্চি উইকেট। চ্যাম্পিয়ানস ট্রফিতে ভালো করতে হলে পেস বোলারদের ওপর নির্ভর করতে হবে। মুস্তাফিজ যেহেতু কাউন্টিতে খেলার সুযোগ পেয়েছে আমি চাইবো সে সেখানে খেলুক।
তিনি আরো বলেন, আমরা চ্যাম্পিয়ানস ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছি। সেখানে ভালো কারা খুব কঠিন। সেখানে বোলারদের অবশ্যই ভলো করতে হবে। পাশাপাশি সাকিব, তামিম, মুশফিকদের দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।