এবিএনএ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের কমডে কনডমে মোড়ানো অবস্থায় কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত স্বর্ণের ওজন দুই কেজি।
বৃহস্পতিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর বাথরুম থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, সকালে বিমানবন্দরের ৩ নম্বর বাথরুম থেকে ওইসব স্বর্ণ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা বিজি০১৮৭ নম্বর ফ্লাইটে স্বর্ণগুলো আনা হয়েছে।
দুই কেজি ওজনের স্বর্ণের বারগুলো তিনটি কনডমে ঢুকিয়ে আনা হয়। তবে এ ঘটনায় এখন পার্যন্ত কাউকেই আটক করতে পারেনি শুল্ক গোয়েন্দারা।