এ বি এন এ : বুধবার রাতে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে হ্যাম্পশায়ারের মুখোমুখি হয় মুস্তাফিজদের সাসেক্স।
হ্যাম্পশায়ার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। জবাবে সাসেক্স ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৯ রান করতে সমর্থ হয়।
ফলে ৯ রানে জয় পায় হ্যাম্পশায়ার।
এই জয়ের ফলে হ্যাম্পশায়ার ওয়ানডে কাপের নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল। আর মুস্তাফিজদের সাসেক্সের বিদায় নিশ্চিত হয়ে গেল।
অবশ্য ৩০ জুলাই ও ২ আগস্ট সামারসেট ও কেন্টের বিপক্ষে আরো দুটি ওয়ানডে ম্যাচ রয়েছে সাসেক্সের। কিন্তু তাতে জয় পেলেও কোনো লাভ হবে না তাদের।
অন্যদিকে আজ রাত ১১.৩০ মিনিটে গ্লামরগানের বিপক্ষে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে সাসেক্স।
সাসেক্সের হয়ে প্রথম ম্যাচে দারুণ বোলিং করেন মুস্তাফিজ। কিন্তু পরের ম্যাচে থাকেন উইকেট শূন্য। এরপর জানা যায় ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। আর সেই ইনজুরির কারণে সাসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি ব্লাস্টের কোনো ম্যাচেই আর খেলা হচ্ছে না বাংলাদেশি তারকার।