এ বি এন এ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বেগম জিয়া জাতীয় ঐক্যের ডাক দিলেও জাতীয় ঐক্যের খাতা থেকে তার নাম আগেই কাটা গেছে। কারণ তিনি জঙ্গি ও সন্ত্রাসীদের লালন পালন করে থাকেন।’
তিনি বলেন, ‘যারা সন্ত্রাসীদের লালন পালন করে থাকেন তাদের সাথে জাতীয় ঐক্য হতে পারে না। আগুন সন্ত্রাসী বেগম জিয়ার জাতীয় ঐক্যের কথা ভড়ং ছাড়া আর কিছু নয়।’
মন্ত্রী বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের মিলনায়তনে (আইডিইবি) মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও আইডিইবি যৌথ উদ্যোগে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রম কর্ম সংস্থান মন্ত্রী মজিবুল হক চুন্নু। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা প্রমূখ।
এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বেগম জিয়া জঙ্গিদের ছেড়ে আসতে পারবে না। কারণ তিনি জঙ্গিদের সাথে গাঁটছড়া বেধেছেন। আমরা বুঝিনা জঙ্গিদের কোলে নিয়ে জাতীয় ঐক্য হয় কি ভাবে। বেগম জিয়ার কারখানা থেকে জঙ্গি উৎপাদন হয়। তিনি জঙ্গি ও সন্ত্রাসী উৎপাদনের কারখানা তেরি করেছেন।’