হিজাব পরায় অন্তঃসত্ত্বা নারীর পেটে ঘুষি

এবিএনএ: হিজাব পরা অন্তঃসত্ত্বা এক মুসলিম নারী জামার্নির রাজধানী বার্লিনে এক অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়েছেন। নেওকোলন ট্রেন স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
আজ বুধবার ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি কুকুর নিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় হিজাব পরা দেখে দুই নারীকে অপমান করতে থাকেন। ওই অপরাধী অন্তঃসত্ত্বা নারীর পেটে একেরপর এক ঘুষি দিতে থাকে। এ সময় সে অন্য নারীর মুখে ঘুষি দিয়ে পালিয়ে যায়। বর্তমানে অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে ভর্তি। হামলার ঘটনা তদন্ত শুরু করেছে বার্লিন পুলিশ।
সাম্প্রতিক বছরে শরণার্থী ও মুসলাম সম্প্রদায়ের প্রতি হিংসাত্মক মনোভাব বৃদ্ধি পেয়েছে বার্লিনে। গত বছর আগস্টে চেমনিটজ শহরে উগ্রবর্ণবাদীরা একটি র্যালি করে, যেখানে শ্বেতাঙ্গ বর্ণবাদীরা অভিবাসীদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ও নিষিদ্ধ হওয়া হিটলারের মতো স্যালুট দিয়েছেন। জামার্নি ইউরোপে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
Share this content: