রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার
স্থানীয়দের সহায়তায় পুলিশের হাতে ধরা পড়েন সাবেক সিইসি; তার বিরুদ্ধে রয়েছে মামলা


এবিএনএ: রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে।
রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলা সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া এখন চলমান রয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে গ্রেফতারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাবেক সিইসি নুরুল হুদা ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন। তার সময়ে একাধিক বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়, যা নিয়ে তখন বিরোধী দল ও বিভিন্ন মহলে সমালোচনা হয়েছিল।
তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার ধরন, সময়কাল এবং অভিযোগের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।