এ বি এন এ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘উল্টোপথে গাড়ি চললেই তার বিরুদ্ধে মামলা দেয়া হবে। পুলিশকে বলা হয়েছে- উল্টো পথে যারাই যাবে তিনি মন্ত্রী, এমপি, ভিআইপি যেই হন না কেনো তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের মতোই ব্যবস্থা নেয়া হবে।’
শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর সরাবো এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালসংলগ্ন চন্দ্রা-নবীনগর সড়কে আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারবো এমন আশ্বাস দিব না। তবে ঘরমুখো জনগণের যাত্রাকে স্বস্তিদায়ক করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
ওবায়দুল কাদের বলেন, এবার ঈদে যানজট নিরসনে ও মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশকে সহযোগিতা করতে আনসার, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশ রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সড়ক পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন, খোঁজ খবর নিচ্ছেন।