এ বি এন এ : ইসলামের মূল শান্তির বাণী ভুলভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের কাছে ধর্মের বাণী সঠিকভাবে উপস্থাপনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার (২৪ জুলাই) সকালে নায়েম মিলনায়তনে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার মান মূল্যায়ন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের ধর্মের বিষয়ে সঠিক শিক্ষা দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে।’
শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্কুলগুলোতে শিক্ষার মান নিশ্চিতে উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। শিক্ষক সঙ্কট দূর করার লক্ষ্যে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। ফলে শিক্ষার মানের উন্নয়ন যাতে পুরোপুরি বাস্তবায়ন হয়, সেদিকে নজর দিতে হবে।’