,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

ইসরাইলি হামলায় একদিনেই ৭০০ ফিলিস্তিনি নিহত

এবিএনএ: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরাইলি বাহিনী বোমাবর্ষণ করছে। গাজা উপত্যকায় রাতভর ইসরাইলের বিমান হামলায় ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার সংঘটিত হতাহতের ঘটনা একদিনের হিসাবে সর্বোচ্চ। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, তারা গতকাল ৪০০টিরও বেশি হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে। এ ছাড়া তারা হুশিয়ারি দিয়ে আরও জানায়, ফিলিস্তিনি সংগঠনটিকে নির্মূল করতে তাদের লক্ষ্য অর্জনে আরও সময় লাগবে। খবর আলজাজিরার।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের অভ্যন্তরে আকস্মিক হামলা চালায়। এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে। ওই হামলার জবাবে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের পালটা হামলায় দুই হাজার ৩৬০ জন শিশুসহ কমপক্ষে পাঁচ হাজার ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টার হামলাতেই ৭০৪ জন লোক নিহত হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান, গেল দুই সপ্তাহের বোমাবর্ষণের মধ্যে গত ২৪ ঘণ্টাতেই হতাহতের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি।

গাজায় অবস্থানরত আলজাজিরার প্রতিবেদক ইয়োমনা এলসায়েদ বলেন, ‘হাজার হাজার পরিবার তাৎক্ষণিকভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েছে, চারদিকে কেবল ধ্বংস আর ধ্বংসের চিহ্ন। আকাশে শোনা যাচ্ছে, ইসরাইলের ড্রোন আর যুদ্ধবিমানের শব্দ। সবাই বলছে, সবাই অনুভব করছে, উপত্যকার কোনো অংশই এখন আর নিরাপদ নয়।’ ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, বিমান হামলায় হামাসের তিনজন ডেপুটি কমান্ডার নিহত হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী ও স্বাস্থ্য কর্মীরা জানান, বিমান হামলা চালানো হয়েছে বেশ কিছু আবাসিক ভবনে। এসব ভবনের বেশ কিছু রয়েছে গাজার দক্ষিণ অংশে, যেখানে ইসরাইলি বাহিনী গাজার সাধারণ মানুষকে আশ্রয় নিতে বলেছে।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited