এবিএনএ : আধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় ডিজাইনে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের নতুন ব্র্যান্ড ভিগো’র উদ্বোধন করা হয়েছে।
রবিবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ভিগো ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এয়ার কুলার, আয়রন, ব্লেন্ডার, ইন্ডাকশন কুকার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার ও ওয়াশিং মেশিনসহ ১৩ ক্যাটাগরির ইলেকট্রনিক্স পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রেতারা এখন ক্রয় করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক প্রদীপ কুমার পোদ্দার, সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) তৌকিরুল ইসলাম এবং বিপণন প্রধান মোহাম্মদ রাশেদ-উল-আলম উপস্থিত ছিলেন।