এ বি এন এ : শনিবার চতুর্থ ধাপে দেশজুড়ে ৮৮ উপজেলার ৭০৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া সহিংসতায় দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। তবে চতুর্থ ধাপের নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবু হাফিজ শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, কোথাও কোথাও অনিয়ম হলেও আগের তুলনায় এবার পরিস্থিতি ভালো ছিল।