খেলাধুলা

দেশে ফিরলেন মাশরাফিরা

এবিএনএ : ৪০ দিনের শ্রীলঙ্কা সফর শেষে আজ শুক্রবার (৭ এপ্রিল) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কান এয়ারলাইনস যোগে বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগাররা।

তবে সাকিব শ্রীলঙ্কা থেকেই আইপিএল খেলতে ভারত চলে গেছেন। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন মাশরাফি ও মুশফিকুর রহিম।

মাশরাফি বলেন, দেশের হয়ে খেলতে পেরে আমি সত্যিই গর্বিত। ওয়ানডে সিরিজটা ২-০তে জিততে পারলে আরও ভালো লাগতো। ভুল শুধরে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন মাশরাফি। একইসঙ্গে দেশের হয়ে ওয়ানডে খেলা চালিয়ে যাবেন বলে জানান। মুশফিক বলেন, অবশ্যই মাশরাফি ভাইকে মিস করবো। তিনি আমাদের অভিভাবকের মতো। আমরা অভিভাবককে হারালাম। আমরা বা পরবর্তীতে যারা টি ২০তে খেলবে তারা ভালো করলেই মাশরাফি ভাই খুশি হবেন।

ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে সমান সমান ম্যাচে জয় নিয়ে ফিরেছেন মাশরাফি বাহিনী। শ্রীলঙ্কা সফরে নিজেদের শততম টেস্ট ম্যাচের জয়ের স্বাদ পায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ এ সমতায়। টেস্টের পর ওয়ানডে সিরিজেও জয় ভাগ করে নেয় বাংলাদেশ-শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তৃতীয়টিতে স্বাগতিকদের কাছে হেরে ১-১ ম্যাচে শেষ হয় সিরিজ। সর্বশেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচের দ্বিতীয়টিতে জয় নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ।

Share this content:

Back to top button