এ বি এন এ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদে রাষ্ট্রদ্রোহের সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে আজকেই রাষ্ট্রদ্রোহের মামলা হবে।’
বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক বলেন, জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরী স্বীকার করেছেন যে লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে তাঁদের অর্থনৈতিক চুক্তি হয়েছিল। অর্থের বিনিময়ে তাঁরা দেশবিরোধী ষড়যন্ত্র করে সরকার উত্খাতের চেষ্টা করেছিলেন।’
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে ১৫ মে সন্ধ্যায় খিলক্ষেত থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপান করেন এবং প্রশিক্ষণের লব্ধ জ্ঞান কাজে লাগানোর আহবান জানান। এছাড়া তিনি আইসিপিভিটিআর (সিঙ্গাপুর) এ প্রতিনিধি ড. যোলেন জেরার্ড ও অধ্যাপক রোহন গুনারত্নাকে ডিএমপি’র সাথে যৌথভাবে এ রকম চমৎকার একটি কর্মশালার আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত আইজিপি অমূল্য ভূষণ বড়ুয়া, অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী ও ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শাহাবুদ্দিন কোরেশীসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।