এ বি এন এ : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশান থানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি এ মামলা করে। তবে সন্ধ্যা ৬টায় যোগাযোগ করলে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম যুগান্তরকে বলেন, মামলাটি প্রক্রিয়াধীন আছে।
বিস্তারিত জানতে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। এর আগে দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের প্রমাণ পাওয়া গেছে বলে জানান আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, ইসরাইলের লিকুদ পার্টির নেতাদের কাছে বাংলাদেশের বর্তমান সরকারকে অজনপ্রিয় করে একটি বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করতে চেয়েছিল। এ ধরনের প্রমাণ আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি।
তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আজই এ মামলা করা হবে।
শহীদুল হক বলেন, জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরী স্বীকার করেছেন যে, লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে তাদের অর্থনৈতিক চুক্তি হয়েছিল। অর্থের বিনিময়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করে সরকার উৎখাতের চেষ্টা করেছিলেন। উল্লেখ্য, গত ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড ৩শ’ ফিট সড়ক থেকে আসলাম চৌধুরী, তার সহকর্মী মো. আসাদ ও গাড়িচালক আল আমিনকে গ্রেফতার করা হয়। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে পরের দিন ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সম্প্রতি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়।