জাতীয়বাংলাদেশলিড নিউজ

টিকা সনদ ছাড়া ওঠা যাবে না লঞ্চ-ট্রেন-উড়োজাহাজে

এবিএনএ : কোভিড-১৯ এর টিকা সনদ ছাড়া কেউ লঞ্চ, ট্রেন ও উড়োজাহাজে চড়তে পারবেন না, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। দুই-একদিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। বৃহস্পতিবার কোভিড-১৯ এর নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লঞ্চ এবং ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। এছাড়া বাড়ির বাইরে মাস্ক ছাড়া চলাচল বন্ধ থাকবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন না নিলে ট্রেন ও উড়োজাহাজে চলাচল করা যাবে না।’

মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান নানা নির্দেশনাও দেন। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, মহামারির কারণে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাগম সীমিত রাখতে হবে।

কোভিড-১৯ প্রতিরোধী বুস্টার ডোজের বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বুস্টার ডোজ দেওয়ার বয়স সীমা ৬০ থেকে কমানো হবে। ফ্রন্টলাইনাররা সবাই শিগগিরই বুস্টার ডোজ পাবেন।’ কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে আজকের বৈঠকের সিদ্ধান্ত কার্যকরের সময়সীমা দুই-একদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও জানান সচিব।

Share this content:

Back to top button