এ বি এন এ : বাংলা বর্ণমালার মাত্র একটিমাত্র বর্ণ দিয়ে গঠিত শব্দ-মা । পৃথিবীর সকল মধুময়তা যেন এই শব্দেই গাঁথা । মা ডাক যতবার উচ্চারণ করি, তাতে কোন ক্লান্তি কিংবা বিরক্তি সৃষ্টি হয়না বরং আরও সহস্র কোটিবার ডাকতে পারলেই যেন তৃপ্তি পেতাম । এই শব্দটি যে কতটা স্বার্থক এবং শক্তিশালী তা বাংলা কিংবা ভিন্ন কোন ভাষার অন্যকোন শব্দ কিংবা বাক্যের সাথে তুলনা করে বোঝানে সম্ভব নয় । এ যেন অমৃতের খনি ।
আমার জান্নাত তুল্য আমার জন্মদাত্রী মা । আমার মায়ের সাথে পৃথিবীর অন্য কোন মায়ের তুলনা চলে না ।আমার মা শ্রেষ্ঠ মা । প্রাতিষ্ঠানিক শিক্ষায় আমার মায়ের ডজন ডজন সনদ নাই বটে কিন্তু মাতৃত্বের প্রশ্নে আমার মায়ের সাথে জগতের অন্য কোন শিক্ষকের, কোন চিকিৎসকের কিংবা অন্যকোন মমতাময়ীর তুলনা চলে না ।
মায়ের ত্যাগেই আমার প্রতিটি রক্তকণা, কোষ গঠিত হয়েছে । আমার শরীর, মন এবং জ্ঞানের প্রতিটি পরতে পরতে মায়ের অবদান স্পষ্ট । মায়ের কাছে শিখেছি কথা বলতে, হাটতে এবং অন্যকে শ্রদ্ধা করতে । আমার মধ্যে যতটুকু নৈতিকতা তার সবটকুই মায়ের দান । মা আমার জন্য যা করেছে তার ভগ্নাংশের ঋণও আমি মায়ের তরে আমার জীবন কোরবানী করে শোধ করতে পারবো না ।
সেই তীব্র শীতের রাতে আমার প্রস্রাবে যখন বিছানা ভেসে গেছে তখন মা তার পিঠকে ভেজা যায়গায় রেখে আমাকে তার বুকে রেখেছেন সারা রাত, রাতের পর রাত । এমন জান্নাততুল্য আমার মা বেঁচে থাকুক চিরকাল । ভালো থাকুক পৃথিবীর সবটুকু ভালোর সমন্বয়ে ।