এ বি এন এ : যুদ্ধবিধস্ত আফগানিস্তানকে এক বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশি টাকায় যা প্রায় আট হাজার কোটি টাকা। বুধবার নয়া দিল্লিতে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
যৌথ এক বিবৃতিতে জানানো হয়, তারা এক বিলিয়ন ডলার সহায়তা দেবে। তবে আফগান সেনাদের জন্য কোনো সামরিক সহায়তা করা হবেনা।
সন্ত্রাসের বিরুদ্ধে ঐকমত্য পোষণ করেন দুই দেশের নেতারা। এর আগে সন্ত্রাসের মদদদাতা হিসেবে পাকিস্তানের দিকে আঙুল তুললেও এদিন তেমন কোনো ইঙ্গিত করেননি।
বিবৃতিতে বলা হয়, আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে যারা সন্ত্রাসে মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করবে দুই দেশ।
এর আগে গত ডিসেম্বরে আফগানিস্তানে সফর করেছিলেন মোদী। সেসময় ২৯০ মিলিয়ন ডলারের হাইড্রো ইলেক্ট্রিক বাঁধ প্রকল্প উদ্বোধন করেন। এছাড়া ভারতের অর্থায়নে নির্মিত পার্লামেন্ট কমপ্লেক্সও উদ্বোধন করেছিলেন মোদী।