এবিএনএ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সরকার পতনের আন্দোলনের নামে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তারাই এখন গুপ্তহত্যার মদদ দিচ্ছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তিনি বলেছেন, যারা প্রকাশ্যে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে গুপ্ত হত্যায় তাদের মদদ আছে। আন্দোলনে ব্যর্থ হয়ে এখন পরিকল্পিতভাবে হত্যাকান্ড চালানো হচ্ছে।
তিনি বলেন, সাম্প্রতিক হত্যাকান্ডগুলো সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। প্রত্যেক সেক্টর থেকে মানুষ হত্যা করা হচ্ছে। এগুলো সুপরিকল্পিত।
প্রধানমন্ত্রী বলেনম, খুনীরা যাতে ধরা পড়ে সেটা আমি অবশ্যই চাইব।