জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘আগামীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে’

এবিএনএ: স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আগামীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যান তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’ রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ১৭ জেলার জেলা পরিষদের ২০ নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৫৩ হাজার রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা রাজধানী শহর ও শহরের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share this content:

Back to top button