এ বি এন এ : অবশেষে ইংল্যান্ডের ভিসা পেয়েছেন বাংলাদেশের বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান।
আগামীকাল বুধবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্ট এবং ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্টের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে ইংলিশ কাউন্টির দল সাসেক্স।
ন্যাটওয়েস্ট টি ২০ ব্লাস্টে সাসেক্সের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার। বুধবার লন্ডন পৌঁছে এই ম্যাচেই মুস্তাফিজ খেলতে নামবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
আইপিএল থেকে চোট নিয়ে ফেরায় একটু দেরি করেই দলে যোগ দিচ্ছেন তিনি। মাঝে এক মাসেরও বেশি সময় লেগেছে তার চিকিৎসা, পুনর্বাসন ও অনুশীলনে।
মুস্তাফিজ গত ১১ জুলাই ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছিলেন। সবশেষ গত ১৩ জুলাই ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল বাম হাতি এই পেসারের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় সেটি সম্ভব হয়নি।
ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলতে বিসিবিও ইতিমধ্যে মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছে।
এর আগে ২০১৩ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন মুস্তাফিজ। একটা ম্যাচ খেলার (ত্রিদেশীয় যুব সিরিজে পাকিস্তানের বিপক্ষে লাফবরোতে) পর ইনজুরিতে পড়ে দেশে ফেরত আসেন তিনি।