এবিএনএ : পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৫৬ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদন্নোতি দেয়া হয়েছে। এছাড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদ মর্যাদার ৭০ অফিসারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদন্নোতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।