
এবিএনএ : ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের আগে সারা দেশে মহাসড়ক মেরামত কাজ আগামী ৮ জুনের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।আজ শনিবার সকাল ১০টায় গাজীপুরের চন্দ্রায় ঢাকা-গাজীপুর মহাসড়ক পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হবেই। কিন্তু বৃষ্টিকে অজুহাত দেখিয়ে সড়ক মেরামত কাজ সঠিকভাবে হবে না এইটা আমি শুনবো না।’ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে পারে সে দিকে খেয়াল রেখে তিনি কর্তব্যরত পুলিশ, সিটি করপোরেশন ও রোডস অ্যান্ড হাইওয়েকে কঠোর নির্দেশ দিয়েছেন।এ সময় খুলনা সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে হেরে গেলেই বিএনপি ভোট কারচুপি অজুহাত দেখিয়ে নির্বাচন বয়কট করে। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক বা নাই করুক ভোট সুষ্ঠু নিয়মেই হবে।’
Share this content: