
এবিএনএ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ছয় আসনে সব কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালউদ্দীন আহমদ। আজ শনিবার বিকেলে কমিশনের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এ সময় সচিব জানান, কোন ছয়টি আসনে পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে তা আগামী ২৮ নভেম্বর দৈব চয়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাংবাদিকদেরকে হেলালুদ্দীন বলেন, ‘ইভিএম বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রের অবস্থা, সক্ষমতা সব বিষয় মাথায় রাখা হয়েছে।’
জাতীয় ঐক্যফ্রন্টসহ বিরোধী রাজনীনৈতিক দলগুলোর কড়া বিরোধিতার মুখে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল। তবে এ বিষয়ে ঐক্যফ্রন্টের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
Share this content: