জাতীয়বাংলাদেশ

৫৬ লাখ টাকা জমা দিল ১৫৪ ট্যানারি

এ বি এন এ : রাজধানীর হাজারীবাগে থাকা ৯৮টি ট্যানারি ছয়দিনে ৫৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। আজ সোমবার শিল্প সচিব এ প্রতিবেদন দাখিল করেন বলে জানিয়েছেন রিট আবেদনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এর আগে সুপ্রিম  কোর্টের আপিল বিভাগ এই আদেশে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে ১৫৪ ট্যানারি মালিককে প্রত্যেকদিন ১০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দেয় নির্দেশ দেয়। তবে হাইকোর্ট ৫০ হাজার টাকা করে জরিমানা করেছিল। পরে ঐ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে ট্যানারি মালিকরা। লিভ টু আপিলে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণের আদেশ দেয় আপিল বিভাগ।

Share this content:

Related Articles

Back to top button