খেলাধুলালিড নিউজ

৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

এবিএনএ : পচেফস্ট্রুম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ দল। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪২৪ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ৯০ রানে অলআউট হয়ে যান মুশফিক-রিয়াদরা।
আগের দিনের তিন উইকেটে ৪৯ রান নিয়ে সোমবার দুপুরে পঞ্চম ও শেষ দিনে ফের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু এদিনে মাত্র ৪১ রান যোগ করেই বাকি ৭ উইকেট হারায় বাংলাদেশ। দলের পক্ষে ইমরুল কায়েস সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া মুশফিক (১৬) ও মিরাজ (১৫ অপরাজিত) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি। প্রোটিয়া বোলারদের মধ্যে মহারাজ ৪টি ও রাবাদা ৩টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা গতকাল ছয় উইকেটে ২৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে গতকাল তিন উইকেট হারিয়ে ৪৯ রান করেছে মুশফিক বাহিনী|। এদিন আউট হন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুমিনুল হক।
এর আগে তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।

Share this content:

Back to top button