খেলাধুলালিড নিউজ

৩০৬ রানের টার্গেট ইংলিশদের

এবিএনএ : চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩০৬ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। ওপেনিংয়ে নেমে তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন। ১৪২ বল খেলে তিনি করেছেন ১২৮ রান। এর মধ্যে রয়েছে ১২টি চার ও ৩টি ছয়য়ের মার।

ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মুশফিক। তিনি ৭২ বল খেলে ৮টি চারের সাহায্যে ৭৯ রান করেন। এর আগে ভাল শুরু করে আউট হন সৌম্য সরকার (২৮)। তারপর ইমরুল কায়েস খেলতে নেমে ১৯ রান করে আউট হন। বৃহস্পতিবার ওভালে টসে জিতে ইংলিশ অধিনায়ক মরগান বোলিংয়ের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া হাইভোল্টেজ এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে জিটিভি ও মাছরাঙা টিভি।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

Share this content:

Back to top button