
এবিএনএ: এশিয়া কাপের ফাইনালে ভারতকে দুইশ ২৩ রানের টার্গেট দিল বাংলাদেশ। ৪৮ ওভার ৩ বলে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বিতর্কিত এক স্ট্যাম্পিংয়ে আউট হন লিটন কুমার দাস। আউট হওয়ার আগে ১১৭ বলে ১২১ রান করেন তিনি। এর পর মাশরাফি ৭, নাজমুল ইসলাম অপু ৭, রুবেল ২ রানে সাজঘরে ফেরেন। মোস্তাফিজ অপরাজিত থাকেন ২ রানে। ভারতের বিপক্ষে ফাইনালে ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এতে লিটন হাঁকান ১১ চার ২টি ছক্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১৭.৫তম ওভারে বাংলাদেশের দলীয় ১০০ রান পূর্ণ হয়। গত দুই বছরে এটি বাংলাদেশের ওপেনিংয়ে জুটিতে শতরানের প্রথম ঘটনা।আসরে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৫০-উর্ধ্ব রানের প্রথম ঘটনা এটি। এবারের এশিয়া কাপে প্রথম অর্ধশতকের দেখা পেলেন ওপেনার লিটন কুমার দাস। ৩৩ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। এতে লিটন হাঁকান ৬টি চার দুটি ছক্কা। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ৬৫/০-তে। এবারের এশিয়া কাপের শুরুর ১০ ওভারে যে কোনো দলের এটি সেরা নৈপুণ্য। এর আগে ইনিংসের ৭.৪তম ওভারে দলীয় অর্ধশত রান পূর্ণ হয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে ওপেনিংয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ।প্রথম বারের মতো জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গী যথারীতি লিটন কুমার দাস। এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ দলে একটি পরিবর্তন রয়েছে। মুমিনুল হকের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।
Share this content: