বিনোদন
হলিডে আমেজে রণবীর সিং

এ বি এন এ : বলিউড অভিনেতা রণবীর সিং। মাঝে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এ অভিনেতা।
এদিকে ছুটি কাটাতে গিয়ে তার বিভিন্ন অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করছেন।
সর্বশেষ মাইক্রোব্লগিং সাইট টুইটারে একদল টপলেস নারীর সঙ্গে তার একটি ছবি পোস্ট করেছেন রণবীর। ছবিতে দেখা যাচ্ছে, কাঁধে কাঁধ রেখে একদল টপলেস নারী পেছন ফিরে রয়েছেন। আর তাদের পেছনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন রণবীর সিং।
রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা বেফিকর। এতে তার বিপরীতে দেখা যাবে বাণী কাপুরকে। আদিত্য চোপড়া পরিচালিত সিনেমাটি আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে।
Share this content: