আমেরিকালিড নিউজ

হঠাৎ ইরাকের মার্কিন দূতাবাস খালি করলো যুক্তরাষ্ট্র

এবিএনএঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাগদাদ ও আরবিলে জরুরি নয় এমন স্টাফদের দেশটির দূতাবাস ও কনস্যুলেট ভবন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরাকের প্রতিবেশী ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটন এ নির্দেশ দিল। তবে ঠিক কী উদ্দেশ্যে এমন নির্দেশ দেয়া হয়েছে তা স্পষ্ট নয়।

অথচ ইউরোপ ও রাশিয়া সফরের পর মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না যুক্তরাষ্ট্র। রাশিয়া সফরে গিয়ে মঙ্গলবার বন্দরনগরী সোচিতে পম্পেও বলেন, ‘আমরা মূলত ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চাচ্ছি না।’ এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন একটি ‘স্বাভাবিক দেশের’ মতো আচরণ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সতর্ক করে দিয়ে একথাও বলেন, মার্কিন স্বার্থে আঘাত আসলে ওয়াশিংটন উপযুক্ত উপায়ে তার জবাব দেবে।

Share this content:

Back to top button