জাতীয়বাংলাদেশলিড নিউজ

স্মৃতিসৌধ ও জাতির জনকের প্রতিকৃতিতে মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

এবিএনএ: নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার অন্য সদস্যরা তার সঙ্গে ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা যান জাতীয় স্মৃতিসৌধে। সেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Share this content:

Back to top button