
এবিএনএ : যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি অ্যান্টনি কেনেডির শূন্যস্থানে নতুন বিচারপতি হিসেবে নিজের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আপিল বিভাগীয় বিচারক ব্রেট কাভানফকে নতুন বিচারপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন। কাভানফ ও কেনেডি সাবেক সহকর্মী। তবে ট্রাম্পের মনোনয়ন পেলেও সিনেট থেকে নিশ্চয়তা পাওয়ার পরই সুপ্রিম কোর্টে বিচারপতির আসনে বসতে পারবেন ৫৩ বছর বয়সী কাভানফ।সিনেটে ট্রাম্পের রিপাবলিকান দলের কিঞ্চিৎ সংখ্যাগরিষ্ঠতা আছে। মোট ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে আছে ৫১ আসন ও ডেমোক্রেটদের দখলে আছে ৪৯ আসন। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সিনেট থেকে কাভানফের নিশ্চয়তা পাওয়া কঠিন হয়ে যাবে। কেননা, ডেমোক্রেটরা সাধারণত ট্রাম্পের পছন্দের বিরুদ্ধেই ভোট দিয়ে থাকেন। আর রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাই তার ভোট দিতে না পারার সম্ভাবনা রয়েছে। এতে করে ডেমোক্রেটদের সঙ্গে রিপাবলিকানদের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
সিনেট থেকে নিশ্চিত হলে বিচারক কেনেডির আসনে আসীন হবেন কাভানফ। কেনেডি গত ২৭ জুন, ৮১ বছর বয়সে অবসর ঘোষণা করেন।
Share this content: