আন্তর্জাতিক

সিরিয়ায় দফায় দফায় ইসরাইলি বিমান হামলা

এবিএনএ : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি বিমান হামলার জবাবে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে সিরীয় বাহিনী। বৃহস্পতিবার রাতে সিরিয়ার বিভিন্ন স্থাপনায় দফায় দফায় হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। এসময় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দেয় সিরীয় বাহিনী।
শুক্রবার ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার বিভিন্ন স্থান লক্ষ্য করে রাতে বিমান হামলা চালানো হয়েছে।’ ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘অ্যারো’ সিরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় বলে বিবৃতিতে দাবি করা হয়।
প্রসঙ্গত, সিরিয়ার গোলন মালভূমি দখল করে রেখেছে ইসরাইল। এছাড়া প্রায়শই সিরিয়ার বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে দেশটি। তবে আগে এ ধরনের হামলা নিয়ে কোনো মন্তব্য করত না ইসরাইল।

Share this content:

Related Articles

Back to top button