জাতীয়বাংলাদেশলিড নিউজ

সিভিল এভিয়েশন-রেল মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি আতিকের

এবিএনএ : রাজধানীর উত্তরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও রেলপথ মন্ত্রণালয়ের পৃথক ডোবা এবং নালায় মশার লার্ভা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি  তাদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ সোমবার ডিএনসিসি মেয়র মশা নিধনে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনে গিয়ে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সরকারি দুটি প্রতিষ্ঠানের ডোবায় কোটি কোটি মশার প্রজনন হচ্ছে। এসব মশা বিমানবন্দরের ভেতরে ঢুকছে। অবিলম্বে এসব ডোবা থেকে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।’ অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএনসিসি মেয়র।

Share this content:

Back to top button