
এবিএনএ : ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এভা রোজের বন্ধু জ্যাকব হল। ছয় বছর বয়সী জ্যাকবের উচ্চতা সাড়ে ছিল সাড়ে তিন ফুট। ক্লাসে সেই ছিল সবার চেয়ে খাটো। জ্যাকবকে খুব ভালোবাসতো এভা। বন্ধুর মৃত্যু মেনে নিতে না পেরে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই চিঠি লিখে সে।
বন্ধুকে হারি ক্ষোভ প্রকাশ করে চিঠিতে এভা লিখেছে, ‘প্রিয় প্রেসিডেন্ট। সেই গোলাগুলির ঘটনা আমি নিজে চোখে দেখেছি, গুলির শব্দ শুনেছি। আমি খুবই ভয় পেয়েছিলাম। আমার প্রিয় বন্ধু জ্যাকব মারা গেছে। আমি এতে খুব কষ্ট পেয়েছি। আমি তাকে ভালোবাসতাম এবং তাকে একদিন বিয়েও করতাম। আমি বন্দুককে ঘৃণা করি। ‘
গত বছর বড়দিনের পরপরই ট্রাম্প এভার চিঠির জবাব দেন। যা এভার হাতেও পৌঁছেছে। চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় এভা। চিঠির জন্য ধন্যবাদ। তোমার গল্প আমাদের বলে তুমি খুবই সাহসের পরিচয় দিয়েছো। মিসেস ট্রাম্প ও আমি তোমার বন্ধুর মৃত্যুর খবর খুব কষ্ট পেয়েছি।’
Share this content: