আমেরিকালিড নিউজ

সাক্ষ্য দেওয়ায় ২ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিচারে সাক্ষ্যদানকারী দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি। অপসারিত দুজন কর্মকর্তা হলেন, ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সন্ডল্যান্ড ও ইউক্রেন সম্পর্কে বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যান। এ ছাড়াও জাতীয় সুরক্ষা কাউন্সিলের জ্যেষ্ঠ আইনজীবী লেফটেন্যান্ট কর্নেল ভিন্ডম্যানের জমজ ভাই ইয়েভজেনি ভিন্ডম্যানকেও শুক্রবার সেনা বিভাগে ফেরত পাঠানো হয়।

গর্ডন সন্ডল্যান্ড জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান। এর কয়েক ঘণ্টাআগে ইউক্রেনের শীর্ষ বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিন্ডম্যানকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে মি. সন্ডল্যান্ড তার সাক্ষ্যদানে খুব স্পষ্ট ছিলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলডোমির জেলেনস্কির হোয়াইট হাউস সফর রাজনৈতিকভাবে ট্রাম্পের পক্ষে সহায়ক ছিল।

লেফটেন্যান্ট কর্নেল ভিন্ডম্যানও গত নভেম্বরে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে গত বছরের ২৫ জুলাই ট্রাম্পের ‘অনুচিত’ ফোনালাপ শুনে তিনি ‘উদ্বিগ্ন’ ছিলেন। ধারণা করা হচ্ছে অভিশংসন থেকে নিষ্পত্তি পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প কর্মকর্তাদের মধ্যে বেশ বড়সড় রদবদল আনতে চলেছেন।এর আগে, বুধবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে চূড়ান্ত বিচারে তার বিরুদ্ধে আনা দুটি অভিযোগের রায়ই ট্রাম্পের পক্ষে যায়। এর ফলে অভিশংসন থেকে অব্যাহতি পান প্রেসিডেন্ট ট্রাম্প।

Share this content:

Related Articles

Back to top button