আমেরিকাএক্সক্লুসিভএবিএনএ স্পেশাললিড নিউজ

সাউথজার্সি মেট্টো আ’লীগের মহান স্বাধীনতা দিবস পালন

এবিএনএ : যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যে আঠলান্টিক সিটিতে সাউথজার্সি মেট্টো অঅ’লীগের উদ্যেগে গত বুধবার সন্ধা ৭ টায় স্থানীয় সাউথজার্সী মেট্টো আ’লীগ কার্যালয়ে ৪৭তম মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দোলা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মহাম্মদ শাহীন। স্বাধীনতা দিবসের অনষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল। উপদেষ্টা রেজাউল ইসলাম খালিদ, সহ-সভাপতি পলাশ চৌধুরী, শফিক শাহ, যুগ্ন সাধারন সম্পাদক আবুল আজাদ মিঠু, দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন, সদস্য নাসরিন মুন্নি, সুজন দাস, সুলতানা শেখ, সেলিনা সাবেরা চৌধুরী, রাসেদুল প্রমুখ। সংগঠনের মূখপাত্র সাউথজার্সি মেট্টো আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শওকত শিমুল বলেন ২৬ মার্চে প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষনা করেন। ৩০ লক্ষ শহীদের ও ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় তারই তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। দেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে সিকৃত। বিশ্বের অন্যতম সেরা শাসক ও সৎ হিসেবে গনতন্ত্রের মানষকন্য শেখ হাসিনা জায়গা করে নিয়েছ্নে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। ঘসেটি কোম বেগম খালেদা ও তার দূর্ণীতিবাজ সন্ত্রাসী তারেক আন্তর্জাতিক চক্রান্তের সাথে একাকার হয়ে বাংলদেশকে না-পাকি পাকিস্তান বানানোর পায়তারা করছে। তিনি আরো বলেন, আ’লীগের সকলকে দিধাদন্দ ভূলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রবাসে যারা আ’লীগের রাজনীতি করি তাদের সবাইকে একযোগে যুক্তরাষ্ট্র আ’লগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্ব মেনে সকল সিদ্ধান্ত কার্যকর করতে হবে। স্বাধীনতা দিবসের সাথে একাত্বতা ঘোষনা করে জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রসংসা করেন নউজার্সীর রিপাবলিক দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ। শিলা আজিজ ও স্থানীয় শিল্পীদের মনমুগ্ধকর সংগীত ও নৈশভোজের মাধ্যেমে সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুদ্দোলা ভুইয়া অনুষ্টনের সমাপ্তি করেন।

Share this content:

Back to top button