জাতীয়বাংলাদেশলিড নিউজ

শেখ রেহেনার ব্যক্তিগত কোন ফেসবুক পেজ নেই

এবিএনএ : বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ব্যক্তিগত কোন ফেসবুক পেজ নেই। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি’র ব্যক্তিগত কোনো ফেসবুক পেজ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
তিনি বলেছেন, কোন বিশেষ মহল কোন উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার নামে ভুয়া ফেসবুক পেজ খুলে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। যারা এই ভুয়া পেজ খুলে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সোমবার ১ টা ৪৮ মিনিটে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নামে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহম্মদ ( বঙ্গতাজ ) এর  সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ মন্ত্রিসভায় ফিরছেন এমন তথ্য ছড়ানো হয়। এরপর সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে সোহেল তাজের মন্ত্রী সভায় ফেরার কথা জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপরই বিষয়টি  প্রধানমন্ত্রীর  প্রেস উইংয়ের নজরে আসে। এরপর  প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় যে, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ব্যক্তিগত কোন ফেসবুক পেজ নেই।

Share this content:

Back to top button