খেলাধুলালিড নিউজ

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

এবিএনএ: সর্বশেষ এশিয়া কাপেও বাংলাদেশের সামনে ছিল পাকিস্তান বাধা। জিততে ফাইনাল হারলে বিদায় এমন সমীকরণ ছিল ২০১৬ এশিয়া কাপে। সেবার টি২০ ফরম্যাটে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার আবার সংযুক্ত আরব আমিরাতে অলিখিত সেমিফাইনালে মুখোমুখি দু’দল। তাতে প্রথমে টস জিতে ব্যাট নিয়ে একটু এগিয়েই যায় বাংলাদেশ। কিন্তু শুরুতে টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। দলে ফেরা সৌম্য সরকার দলের ৫ রানের মাথায় নিজের শূন্য রানে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১২ রানে ফেরেন সাকিবের বদলে দলে আসা মুমিনুল। এছাড়া লিটন দাসও দলের ১২ রানের মাথায় ফিরে যান। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে।আবুধাবিতে প্রথমে ব্যাট করা দলের জয়ের পাল্লা বেশি ভারি। কারণ আবুধাবীতে এশিয়া কাপের চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। অবশ্য রান তাড়া করে জয়ের একমাত্র রেকর্ডটা পাকিস্তানের। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। আঙুলের ইনজুরির কারণে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় দলে ফিরেছেন মুমিনুল হক। নাজমুল ইসলাম শান্তর জায়গায় দলে আছেন সৌম্য সরকার। এছাড়া সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হওয়া নাজমুল ইসলাম অপু নেই দলে। ফেরানো হয়েছে পেসার রুবেল হোসেনকে। পাকিস্তান দলে জায়গা হারিয়েছেন বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমীর। তার জায়গায় দলে ফিরেছেন আরেক বাঁ-হাতি পেসার জুদায়েদ খান। বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনায়েদ খান, শাহিন আফ্রিদি।

Share this content:

Related Articles

Back to top button