জাতীয়বাংলাদেশলিড নিউজশিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানা যাবে ২৫ আগস্টের পর

এবিএনএ : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, এইচএসসি এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কি না, তা ২৫ আগস্টের পর জানানো হবে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ‌্য জানান তিনি। করোনার কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা বিষয়ে সচিব বলেন, ‘আমরা যখনই পরীক্ষা নেব, প্রকাশ্যে একটি ঘোষণা দেব। এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করব। এ বিষয়ে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।’

মো. মাহবুব হোসেন বলেন, ‘এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা। এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করি, আমি বলব যে, সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে, সেটির বড় ধরনের ব্যত্যয়।’ তিনি আরো বলেন, ‘আমি অনুরোধ করব, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে।’ সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন, আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাব।’

তিনি বলেন, ‘পরীক্ষার তারিখ ঠিক করে আমরা প্রকাশ্যে জানাব। আমাদের তরফ থেকে সব সময় আমরা প্রস্তুত। আগেও প্রস্তুতি ছিল। এখন করোনা পরিস্থিতির কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি যে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনে কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে যাতে পরীক্ষা নেওয়া যায়। যখনই আমরা তারিখ ঠিক করব, তাতে স্বাস্থ্যবিধি যেন যথাযথভাবে অনুসরণ করতে পারি, সেটি আমরা নিশ্চিত করব।’

জেএসসি পরীক্ষার বিষয়ে সচিব বলেন, ‘আমরা যখনই পরিপূর্ণ সিদ্ধান্ত নেব, তখনই আপনাদের জানাব। শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করব যে, আমরা কী করতে যাচ্ছি।’

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মাহবুব হোসেন বলেন, ‘আমরা কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ তারিখের পরে আমরা একসময় ঘোষণা করব।’ পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল খোলা হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখনই আমরা ক্লিয়ারেন্স পাব, তখনই জানাব।’ এ বছরের ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে এ পরীক্ষাসূচি স্থগিত করতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত পরীক্ষার পরবর্তী সময় ঘোষণা না করায় অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় ১২ লাখ পরীক্ষার্থী। উল্লেখ‌্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৭ মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

Share this content:

Related Articles

Back to top button