
এবিএনএ: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদ এমপিকে জাতীয় পার্টির(জাপা) যুগ্ম মহাসচিব করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপ-নেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি শাদ এরশাদ এমপিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিয়োগ করেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ৫ অক্টোবর এরশাদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জয়ী হন সাদ এরশাদ। গত ১৪ জুলাই বিরোধীদলীয় নেতা এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এই উপ-নির্বাচন হয়।
Share this content: